সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে- সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লষ্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ জুন) সকালে বেলুন উড়িয়ে ও র‌্যালীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি শুরু হয়। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা।

(এসএসএ/এএস/জুন ০৫, ২০২৩)