বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  তাল গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, মোহাম্মদ আবু নাসের বেগ  জেলা প্রশাসক মাগুরা। জেলা প্রশাসক সম্মেলন ২০২৩  এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর  ২১ নং নির্দেশ মোতাবেক সমগ্র মাগুরা জেলায়  তাল গাছের চারা রোপনের অংশ হিসেবে, গত ৫ জুন মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা, জেলা ব্যাপী পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা তাল গাছের চারা রোপন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

"সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের আয়োজনে, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে মহম্মদপুর উপজেলার বিনোদপুরে তাল গাছের চারা রোপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ দিবস উপলক্ষে মাগুরার চার উপজেলায় ২২ শত তাল গাছের চারা লাগানো হবে বলে জানা গেছে।

(বিএসআর/এএস/জুন ০৬, ২০২৩)