সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার (৬ জুন) সকালে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কমিটির সদস্যদের এসওডি’র আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মশালা আয়োজন করে।

উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও সিরোর্স পার্সন ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান।

কর্মশালায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।

কর্মশালায় দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনাকে কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করনীয় ও ভুমিকা নিয়ে আলোচনা করা হয়।

(এস/এসপি/জুন ০৬, ২০২৩)