রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুরের ইছানই বিলের মাটি প্রতিদিন হরিলুট করে নিয়ে যাচ্ছে মাটি খেকো একটি চক্র। অনুসন্ধান বলছে একটি প্রভাবশালী মহল ম্যানেজ প্রক্রিয়ায় এই মাটি বিক্রি করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইছানই বিলের মাঝে দুটি ভেকু দিয়ে প্রায় ১৫ হতে ১৬টি ট্রাক্টর দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব মাটি কর্তনের ফলে উক্ত জমির পাশে থাকা আবাদী জমির মালিকগণ ব্যাপক দুঃশ্চিন্তায় পড়েছে। তারা এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে ভূমি আইন লঙ্ঘনকারীরা।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন হলো এ অঞ্চলের আবাদী জমি গুলো নির্বিচারে কর্তন করা হলো। অথচ কেউ দেখার ও বলার নাই। প্রয়োগ নাই আইনের। এতে পরিস্কার বোঝা যায় ম্যানেজ প্রক্রিয়ায় এসব মাটি কর্তন চলমান রয়েছে।

সরেজমিন হতে এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন-কে জানানো হলে তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় উক্ত স্থানে একজন তহসিলদার-কে পাঠানো হচ্ছে বলে জানান এবং ভূমি আইন লংঙ্ঘণকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নকে অবগত করা হলে তিনিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

(আরআই/এএস/জুন ০৬, ২০২৩)