শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, 'সরকারের থলের বিড়াল ইতোমধ্যে বেরিয়ে পড়েছে। এভাবে সরকার বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে তারা দেশ ও জনগণকে বাজি ধরছে। এই ধরনের দায়িত্বহীন ও গণবিরোধী সরকার জনগণ মেনে নিতে পারে না।'

আজ বুধবার সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রোডমার্চ এ গণতন্ত্র মঞ্চ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকট আমাদের দেশকে নৈরাজ্যের দিকে ঠেলছে। শুধু নাগরিক হিসেবেই নয়, দেশ হিসেবে আমরা আমাদের সার্বভৌমত্ব, মর্যাদা ও অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। সেখান থেকে উদ্ধার পেতে হলে আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে। আমাদের দেশের সাংবিধানিক ভাবে সংসদের ক্ষমতা কাঠামো, সরকারের ক্ষমতা কাঠামো, বিচার বিভাগের ক্ষমতা কাঠামো এই সবগুলো বদলাতে হবে।'

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, 'আমাদের রোডমার্চ জনগণকে ঐক্যবদ্ধ করার কর্মসূচি। এই কর্মসূচি শান্তিপূর্ণ। আমাদের রাজনৈতিক লক্ষ্য, চিন্তা, কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে চাই।'
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী সহ অন্যরা।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে দিনাজপুরে এ রোডমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সমাবেশে জোনায়েদ সাকি আরো বলেন, 'ভিসানীতি বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এই সরকার সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেট করেছে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন করে। ২০২৩ সালেও নাকি তারা এই ধরনের নির্বাচন করতে যাচ্ছে বলেই যুক্তরাষ্ট্র এই ভিসানীতি দিয়েছে।

(এস/এসপি/জুন ০৭, ২০২৩)