আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনের নিচে ঝাপিয়ে হারুনুর রশিদ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ছাতিয়ানগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় কোলাবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ নওগাঁ জেলার রাণীনগর উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে এবং রাণীনগর উপজেলা আল-আমিন দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি।

জানা যায়, হারুনুর রশিদ বেশ কিছুদিন থেকে পারিবারিক কারনে মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি রেললাইনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চিলাহাটি হইতে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছাতিয়ানগ্রাম কোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছামাত্র ওই ট্রেনের নিচে ঝাপিয়ে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এস/এসপি/জুন ০৮, ২০২৩)