সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজ শেখসহ তিন মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ উপজেলার পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা আলফাজকে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। একই দিন রাতে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়ল নামে অপর দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ শেখ (২৫) পেড়িখালী গ্রামের ইবরাহীম হোসেনের ছেলে। অপর দুইজন হলো, একই উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজর রহমানের ছেলে শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে আরিফ মোড়ল (২১)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম আলম জানান, রামপাল থানা পুলিশ বুধবার রাতে পৃথক দুটি অভিযান জালিয়ে ২৭০ গ্রাম গাাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করে। এরমধ্যে পুলিশ পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালিয়ে পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজ শেখকে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। একই দিন রাতে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়ল নামে অপর দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে এই তিন মাদক কারবারীকে আদালতের পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

(এসএসএ/এএস/জুন ০৮, ২০২৩)