জামালপুরে যুবদলনেতা মুন্নার মুক্তি দাবি
রাজন্য রুহানি, জামালপুর : উচ্চ আদালতের আদেশ অমান্য করে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর সদর উপজেলা যুবদল।
শুক্রবার (৯ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, মিথ্যে মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। আাগমীদিনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
(আরআর/এএস/জুন ০৯, ২০২৩)