কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার  ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে লাখ লাখ টাকার  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন একটি পরিষদের ১০ জন ইউপি মেম্বার।

আজ শনিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা বলেন, ইউনিয়ন পরিষদের সামনের পাকা ব্রিজ কোন অনুমতি ছাড়াই দুই লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান। ইউনিয়নের ১৭৪৮ জন জেলের বিশেষ ভিজিএফ চাল নিতে চেয়ারম্যান কে ২০০ টাকা করে দিতে হয়। নতুন জেলে তালিকা তৈরি করতে ১০০ জন জেলে কে ৫০০ টাকা করে ৫০ হাজার টাকা দিতে হয়েছে চেয়ারম্যান কে। এছাড়া মসজিদের নামে টাকা উত্তোলন করে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যান নিজেকে শ্রমিক সাজিয়ে অন্তত ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন কোন ধরনের রেজুলেশন ছাড়াই।

ইউপি সদস্যদের অভিযোগ, ইসলামী আন্দোলনের সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে কোন জাতীয় দিবস তিনি পালন করেন না। এমনকি গত ১৫ই আগস্ট তিনি পালন করেননি। ১৫ ই আগস্ট পালন ইসলাম শরীয়ত মোতাবেক না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তিনি মেম্বারদের চাল চুরিতে বাধা দেয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

(এমকে/এসপি/জুন ১০, ২০২৩)