সালথা প্রতিনিধি : ফরিদপুরে সালথায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জুন) দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রবিবার (১১ জুন) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের একটি রাস্তার উপর থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, জেলার সালথা উপজেলার জয়ঝাপ গাংপাড়া এলাকার মৃত সাদুল্লাহ শেখের ছেলে মো. আতিক শেখ (৫০) ও একই গ্রামের সাহেদ কাজীর ছেলে কাইয়ুম কাজী (১৯)।

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(এএন/এসপি/জুন ১২, ২০২৩)