আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিফ-২ ২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৭০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণিসম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জুন ১৩, ২০২৩)