অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ থানার অপরাধ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সেকেন্দার আবু জাফরকে বিশেষ ক্যাটাগরীতে পুরষ্কৃত করা হয়েছে। জেলার মধ্যে কালীগঞ্জ থানা মাদক,ডাকাতি,দস্যুতা ও মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ ক্যাটাগরীতে উপ-পরিদর্শক(এসআই) মো: সেকেন্দার আবু জাফরকে পুরষ্কৃত করেন ডিআইজি মঙ্গনুল হক বিপিএম(বার)পিপিএম।

উপ-পরিদর্শক(এসআই) মো: সেকেন্দার আবু জাফর জানান, আজকের এই সম্মাননা আমার জন্য খুবই সম্মানের। আমার কাজের জন্য গুরুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদানসহ সকল প্রকার সহযোগিতা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার) মহোদয়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা মহোদয়। আজকের এই প্রাপ্তির জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি এই কাজের ধারাবাহিকতা বজায় রেখে যাতে নিজের দায়িত্ব পালন করে যেতে পারি।

(একে/এসপি/জুন ১৩, ২০২৩)