দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ বালক ফুটবলের ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মাচ্চর ইউনিয়ন একাদশ।

বুধবার বিকেলে গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ঈশান গোপালপুর ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে শরিফ একটি গোল করেন অপর গোলটি হয় আত্মঘাতী ।

খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। খেলা শেষে ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউ এন ও সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আলম তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বক্তব্য রাখেন মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মুন্সী ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিফাত শরীফ, টুর্নামেন্টের সেরা খেলা অনুষ্ঠিত হন রাকিবুল।

গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন সাইফ দোহা দর্শন মিনার বিশ্বাস সাইফুল ইসলাম মোঃ রেজাউল করীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসিবুর রহমান জামি।

উল্লেখযোগ্য সংখ্যক দর্শক গুরুত্বপূর্ণ এ খেলাটি উপভোগ করেন।

(ডিসি/এএস/জুন ১৪, ২০২৩)