সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোস্যাল অয়েল ফেয়ার সোসাইটির আয়োজনে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার বেলা ১১টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে প্রায়োটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এমং কী পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের আর্থিক সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থার ভৈরব সাব ডিআইসির ইনচার্জ মো. মাসুম মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা ও আইসিডিডিআরবি সিনিয়র এমএন্ডই অফিসার মো. রাসকিন আহম্মেদ।

প্রবন্ধের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, এইডস্ একটি ভাইরাস জনিত রোগ। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তাই এইডস্ আক্রান্ত হওয়ার আগে এইডস্ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। এছাড়া এইচআইভি অনিরাপদ যৌন মিলন, রক্তের সংস্পর্শে এবং আক্রান্ত মা থেকে শিশুতে সংক্রমণ হতে পারে। তবে হাঁচি বা কাশির মাধ্যমে, স্পর্শ বা করমর্দনে, একই থালা-বাসনে একসাথে খাবার খেলে, একই পুকুরে গোসল করলে, একই পায়খানা ব্যবহার করলে, কীট পতঙ্গে যেমন মশা, মাছি ইত্যাদির কামড়ের মাধ্যমে এইডস ছড়ায় না।

তিনি আরও বলেন, অধিকাংশ এইচআইভি আক্রান্ত ব্যক্তি অনেকদিন পর্যন্ত লক্ষণহীন অবস্থায় থাকেন। এমন কি সে জানতেও পারেন না যে সে এইচআইভি’তে আক্রান্ত। লক্ষণহীন এইসব ব্যক্তিরা এইচআইভি ছড়াতে পারেন। একমাত্র রক্ত পরীক্ষা ছাড়া কোন ব্যক্তির দেহে এই ভাইরাস আছে কিনা তা জানার উপায় নেই। এইডস্ যেহেতু আক্রান্তের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়, তাই অন্যান্য রোগের জীবানু সহজেই শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করে। তিনি এইডস্ প্রতিরোধে নিরাপদ যৌন সঙ্গম, রক্ত আদান-প্রদানে নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন।

এছাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা তিনি তার বক্তব্যে এইচআইভি এইডস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় জনপ্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী, ইমামসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধি অংশ নেন।

সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম, তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়), সমকামী নারী-পুরুষ নিয়ে তাদের বিভিন্ন কার্যক্রম, সেবা সমূহ, সেবা গ্রহীতা, সেবার আওতায়, সেবা প্রদানের পদ্ধতি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণসহ ওষুধ বিতরণ ইত্যাদির চিত্র তুলে ধরেন।

পাশাপাশি এইচআইভি এইডস, জরায়ু মুখের যৌনরোগ (ওরাল এসআইটি) এবং এর প্রতিরোধ, যক্ষার প্রতিরোধ ও প্রতিকার, ভাইরাল হেপাটাইটিস ও তার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক বিষয় তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার স্বাস্থ্য সহকারী। এ সময় তিনি তাদের চিকিৎসা পদ্ধতির ধারাবাহিক চেইন তুলে ধরেন।

(এসএস/এএস/১৫ জুন, ২০২৩)