আসাদ সবুজ, বরগুনা : কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা, সকল উপজেলা শাখাসহ সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৬ জুন) বিকেল ৪টার সময় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে সদর রোডে এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জিহাদী, সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবদুস শাকের।

জেলার সকল উপজেলা থেকে আসা কয়েক সহস্রাধীক নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। এসময় ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখাসহ সংগঠনটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পরিক্ষামূলক অংশ গ্রহন করেছিলো বাংলাদেশ ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমীর ও হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুফতি মাওলানা ফয়জুল করিমের রক্তের বদলা চাই। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধিনে আর কোন নির্বাচনে অংশ গ্রহন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর দেওয়া বক্তব্যের তুমুল সমালোচনা করে প্রধান নির্বাচন কমিশনার'র পদত্যাগ দাবী করেন তারা।

প্রসঙ্গত, গত ১২ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশ'র এ মনোনীত হাতপাখা প্রতীকের প্রতিকের প্রার্থী সৈয়দ মুফতী মাওলানা ফয়জুল করিমের উপর অতর্কিত হামলা করে নৌকা প্রতিকের কয়েকজন সমর্থক। হামলায় হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম রক্তাক্ত হন। এ হামলার ঘটনার পরেই সৈয়দ মুফতি ফয়জুল করিম গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন বর্জন করেন এবং এই সরকার (আওয়ামী লীগ সরকার) পতন না করে ঘরে ফিরবেন না বলে হুশিয়ারী বক্তব্য প্রদান করেন। হুশিয়ারী'র বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

(এএস/এএস/জুন ১৭, ২০২৩)