সাতক্ষীরায় সমিতির টাকা পরিশোধ না করতে পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষ পানে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত ৯টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ভাতশালা গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
মৃত ব্যবসায়ীর নাম পরিতোষ বিশ্বাস (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের পাঁচু বিশ্বাসের ছেলে ও সখীপুর বাজারের পদ্মশ্রী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী।
কলেজ ছাত্র দ্বীপ বিশ্বাস জানান, ১৫ বছরেরও বেশি বছর আগে তার বাবা জন্মস্থান ভাতশালা ছেড়ে সখীফুরে বসবাস শুরু করে। সখীপুর বাজারে পদ্মশ্রী বস্ত্রালয় তাদের। কয়েক বছর যাবৎ খরিদ্দাররা হালখাতায় টাকা পরিশোধ না করায় তার বাবা স্থানীয় বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বর্তমানে তিনি নয় লাখ টাকা ঋণী ছিলেন। কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাবাকে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন পাওনাদাররা।
দ্বীপ আরো জানান, তার বাবা শনিবার দুপুরে টাকা আদায়ের জন্য বাই সাইকেলে চড়ে ভাতশালা গ্রামে যান। সন্ধ্যায় সাপমারা খালের পাশে আব্দুল জলিলের মাছের ঘেরে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের বাড়িতে খবর দেন। রাত ৯টার দিকে পুলিশ যেয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার বাবাকে মেরে ফেলা হয়েছে না তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত নন তিনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, পরিতোষ বিশ্বাসের লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি ঋণের জ্বালা সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন। লাশের ময়না তদন্তের জন্য আগামিকাল রবিবার সদর হাসপাতালের মর্গে হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(আরকে/এসপি/জুন ১৮, ২০২৩)