নওগাঁ প্রতিনিধি :নওগাঁর ধামইরহাটে নিজের মামাকে খুনের দায়ে ভাগ্নে অরুন ভুঁইমালীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতেই ঘাতক অরুনকে গ্রেফতার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে মামা কালিয়া ভুঁইমালী (৬০) কে ধারালো অস্ত্রের আঘাত করে অরুন ।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে কালিয়া ভুইমালীর সঙ্গে তার ভাগ্নে অরুন ভুঁইমালীর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহ-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে অরুন ভুঁইমালী ধারালো হাঁসুয়া দিয়ে মামা কালিয়া ভুইমালীর বুকে সজোরে আঘাত করে। এতে মামা কালিয়া ভুঁইমালীকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালিয়া মারা যান। নিহত কালিয়া ভুঁইমালী উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামের মৃত দেবরাজ ভুঁইমালির পুত্র।সন্ধ্যায় কালিয়া ভুঁইমালীর লাশ জয়পুরহাট মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম, জানান, এব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ভাগ্নে অরুন ভুঁইমালীকে গ্রেফতার করা হয়েছে।



(বিএম/এসসি/অক্টেবর২৮,২০১৪)