ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'যারা উর্দি পড়ে রাজনীতিতে প্রবেশ করেছে, যারা ক্ষমতায় থেকে 'হাওয়া ভবন' তৈরি করে দেশের ধন সম্পদ বিদেশে পাচার করেছে, যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বিদেশে পলাতক রয়েছে তাদের কথিত আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ মোটেও ভয় পায় না। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালি জাতি খালি হাতে সশস্ত্র পাকিস্থানী ও সশস্ত্র আমেরিকানদের নয় মাসে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।'

২৩ জুন শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে একটি বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রায় মিলিত হয়ে শহর প্রদক্ষিণ করেছে। শোভাযাত্রা শেষে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(ওআরকে/এএস/জুন ২৩, ২০২৩)