নিউজ ডেস্ক : বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া মোটেও উচিৎ নয়। বিয়ের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই চারপাশের অনেক কিছু বিবেচনায় আনতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যাকে বিয়ে করছেন তাকে ভালভাবে জানা। আর এটি যদি হয় তাহলে আর দেরি করে লাভ কী। তবে কীভাবে বুঝবেন যে আপনার বিয়ে করার সময় হয়েছে। আসুন, এর কয়েকটি ইঙ্গিত সম্পর্কে জেনে নিই।

১.পছন্দের মানুষকে খুঁজে পাওয়া: বিয়ের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। যদি আপনি আপনার মনের মত কোনও মেয়ে বা ছেলে পেয়ে যান তাহলে আর দেরি করবেন না। মনে করবেন ভাল কোনও উপলক্ষ বারবার আসে না।

২.প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটাতে মন চায়: যখন দেখবেন আপনার প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি সবচেয়ে বেশি ভালবাসেন এবং তাকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন তার সাথে আপনার সময় কাটাতে খুব ভাল লাগে তখন আর দেরি করবেন না। তার সাথে ভাল করে আঁটসাঁট বেঁধে নিন। তাহলে আর সমস্যা হবে না।

৩.আপনার প্রিয়জন আপনার প্রতি খুব যত্নশীল: যখন দেখবেন আপনার প্রিয়জন আপনার প্রতি খুব যত্নশীল। সে তার সব ভালবাসায় আপনাকে উজাড় করে দিচ্ছে। তাহলে দেরি না করে তাড়াতাড়িই বিয়ের কাজটি সেরে নিন।

৪.প্রিয়জনকেই বিয়ে করব এমন মনোভাব: আপনি যদি মনে করেন আপনি যাকে ভালবাসেন তাকেই ভবিষ্যতে বিয়ে করবেন তাহলে বেশি দেরি করলে সেটি আপনার জন্যে ক্ষতির কারণ হতে পারে। তবে যদি মনে করেন না যাকে ভালবাসেন তাকে বিয়ে করবেন না তাহলে তার প্রতি অধিক আকৃষ্ট হবেন না।

এছাড়াও আপনার অর্থনৈতিক সক্ষমতা, বয়স, ক্যারিয়ার সবকিছু বিবেচনা করেই সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিন। নির্দিষ্ট সময় পার করে ফেললে পরে পস্তাতে পারেন।

(ওএস/অ/অক্টোবর ২৮, ২০১৪)