নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ২৪ জুন শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত ওয়াজেদ মুন্সির পুত্র মোঃ তোয়েব মুন্সী (৪৫)। ২১০পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মণ্ডল বলেন, গোপন সমাজের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়।নগরকান্দা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আদালতে প্রেরণ করা হবে।

(পিবি/এএস/জুন ২৫, ২০২৩)