সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তারা হলো উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির পৌর শহরের ঝিকিড়া মহল্লার ওসমান গণীর পুত্র মাওলানা নজরুল ইসলাম (৫৮), উপজেলার কয়ড়া ইউনিয়ন বিএনপি নেতা দত্তপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র ছাইফুল ইসলাম ও মৃত জমসের আলীর পুত্র আজিজল হক।

তাদের বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএস/এনডি/অক্টোবর ২৯, ২০১৪)