বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ জুলাই) রাত সারে ১০ টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের সংর্ঘষে ৮ জন আহত হয়েছে। এসময় এক প্রার্থীর কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আগামী ১৭ জুলাই শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

মঙ্গলবার রাত সারে ১০ টার দিকে চেয়ারম্যান প্রার্থী মো. শাহআলম তালুকদার চানমিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারনায় যান।

এসময় আরেক চেয়ারম্যান প্রার্থী মো. আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে ৮ জন আহত হয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মো. আজাদুল ইসলাম মাসুম বেপারি বলেন, নির্বাচন আচরন বিধি অমান্য করে চানমিয়া তালুকদার রাত ১০ টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এসময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাংচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন।

আরেক প্রার্থী মো. শাহআলম তালুকদার চানমিয়া বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা দেন। তাই দুই পক্ষের সমর্থকরা সংর্ঘষে জড়ায়।

শিবচর থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

(এএসএ/এসপি/জুলাই ০৫, ২০২৩)