নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুঃস্থ্য ৭০টি পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) আবু শোয়েব খান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকারভোগী শাহজাহান আলী বলেন, এই সময়ে ১৬টি ঢেউটিন (দুই বান্ডিল) ও নগদ ৬ হাজার টাকা আমার খড় দিয়ে তৈরী কুড়ে ঘরে বসবাসের দুঃখ ঘোচাবে, এই ঢেউটিন দিয়ে আমি নতুন বাড়ী তৈরী করবো।

(বিএস/এসপি/জুলাই ০৮, ২০২৩)