সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন। বৃহস্পতিবার হরতালের কার জেলা শহরের অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বা দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার সমাজকল্যান মোড়ে একটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিবির কর্মিরা।

এসময় পুলিশ সেখানে পৌছলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া জেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামাতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড প্রদান করার প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার টানা ৭২ ঘন্টার হরতাল আহ্বান করে জামাত।

(এসএস/এসসি/অক্টোবর৩০,২০১৪)