জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ সিএনজি চুরির মামলা তদন্ত করতে গিয়ে চারটি চোরাই সিএনজি অটোরিকশাসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছেন। 

বুধবার (১৯ জুলাই ) চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও ব্রাহ্মনবাড়িয়া থেকে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে এসব সিএনজি ও চোরচক্র সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - ভোলা জেলার তজমুদ্দিন এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র বর্তমানে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় বসবাসরত মো. করিম প্র: মোটা করিম (৪২), কুমিল্লা দাউদকান্দি থানার নুরু মিয়ার পুত্র সুমন মিয়া (৪০), বাহ্মনবাড়িয়া বিজয় নগর এলাকার জানু মিয়ার পুত্র নুর আহম্মদ (২৫) এবং আনোয়ারার জুইঁদন্ডী এলাকার মৃত আহম্মদ নবীর ছেলে মো. আব্বাস (৪০)।

শুক্রবার (২১ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

এসআই মো. মোবারক হোসেন বলেন, প্রথমে খুলশী এলাকা থেকে সুমন মিয়াকে আটক করি। সে চোরাই গাড়িগুলো দুই তিন হাজার টাকার বিনিময়ে দেশের বিভিন্ন অঞ্চলে চালিয়ে নিয়ে যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারি থেকে ১টি সিএনজিসহ আব্বাসকে গ্রেফতার করি। পরে তাদের দেওয়া তথ্যমতে নগরীর শুলকবহর থেকে মূলহোতা করিমকে আটক করি। করিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে চলতিমাসে বহু চোরাই সিএনজি ব্রাহ্মনবাড়িয়ায় পাঠিয়েছেন।

পরে করিমের দেওয়া তথ্যমতে ওই জেলার বিজয় নগরে অভিযান চালিয়ে চারটি সিএনজি অটোরিকশাসহ নুর আহম্মদকে গ্রেফতার করা হয়। নুর আহম্মদের কাছে থাকা বাকি গাড়ি গুলো সিলেট পাঠিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, কর্ণফুলী থানার একটি সিএনজি অটোরিকশা চুরির মামলা তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছি ও পাঁচটি সিএনজি উদ্ধার করা হয়েছে। বাকি গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(জেজে/এসপি/জুলাই ২১, ২০২৩)