স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতের সঙ্গ ছাড়ুন, জঙ্গিবাদ ছাড়ুন, অন্যথায় জাহান্নামে যান ।

বৃহস্পতিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ ও জামায়াতে ইসলামীর পক্ষ ত্যাগ করার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, যারা ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা রাজাকার। যারা দেশ স্বাধীন হওয়ার পর বিরোধিতা করছে তারা নব্য রাজাকার। বেগম খালেদা জিয়া সেই খাতায় নাম লিখিয়েছেন।

বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি নব্য রাজাকারের খাতা থেকে নাম কাটাতে চান তবে জামায়াতের সঙ্গ ছাড়ুন, জঙ্গিবাদ ছাড়ুন, অন্যথায় জাহান্নামে যান।’

ইনু বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার লড়াই করছি। এ লড়াই গণতন্ত্রের লড়াই, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, লিঙ্গ বৈষ্যমের বিরুদ্ধে লড়াই, পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই। কিন্তু এ লড়াইয়ের বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াত ও তার দোসর বিএনপি। সবাই যখন দেশের শান্তি চায়, তখন বিএনপি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়া অশান্তি চায়। তিনি অশান্তির প্রতীক হিসেবে ভূমিকা রাখছেন।

(ওএস/এএস/অক্টোবর ৩০,২০১৪)