নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে হ্যান্ড্রেস হিরোদেরকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.বাহাউদ্দিন ফারুকী, বিপিএম, পিপিএম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্য, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, সংবর্ধিত হিরোদের মধ্যে যুথি খাতুন, মোস্তারিনা আফরিন, পল্লব, জাহিদ ইকবাল প্রমুখ।

পরে অতিথিরা চারটি ইউনিয়নে যুব ফোরামের উদ্যোগে দেওয়াজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন কাজের বিবরণ পরির্দশন করেন। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে অতিথিরা দেওয়াল পত্রিকায় তাদের মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, সাংবাদিক হারুন আল রশীদ, আব্দুল আজিজ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল, প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার সুরভী, রোজলিন কোড়াইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী যারা সমাজে যুব সংগঠন নেতৃত্বদান, স্বেচ্ছাসেবিকা, বাল্য বিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ, রক্তদান কর্মসূচীর আয়োজন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, বৃক্ষরোপন অভিযান পরিচালনা, শিশুদের সাঁতার শেখানো, এলাকার রাস্তাঘাট মেরামতে ভূমিকা রাখা, জীবন দক্ষতা শিক্ষা সহপাঠিদের সহিত আলোচনা এবং করোনা মহামারী চলাকালিন সময় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ বিষয়ে বিশেষ অবদান রাখায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

(বিএস/এসপি/জুলাই ২৬, ২০২৩)