রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সাথে কাপ্তাই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, মৌজা হেডম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর সঞ্চালনা, নির্বাহী কর্মকর্তা রুমন দে,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানা ইনচার্জ শফিউল আজম, কাপ্তাই চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, মৌজা হেডম্যান অরুণ, খ্রিষ্টিয়ান হাসপাতাল পরিচালক প্রবীর খিয়াং, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিন হাওলাদার, কাপ্তাই মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবে সভাপতি মাহফুজ আলম, মোশারফ হোসেন, চৌধুরী রিপন, রিপন মারমা, শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হানিফ, ইউসুফ কার্বারী, বিদর্শন বড়ুয়াসহ প্রমূখ।

এ সময় বক্তারা কর্ণফুলী নদীরও প্রাকৃতিক ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, অবৈধ ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করা সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙামাটি জেলা সহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন জন প্রশাসন মন্ত্রণালয় থেকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করে।

(আরএম/এসপি/জুলাই ২৭, ২০২৩)