জে.জাহেদ, চট্টগ্রাম : নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কর্ণফুলী উপজেলার জুলধা সংরক্ষিত (১,২,৩ নম্বর ওয়ার্ড) মহিলা মেম্বার শিপ্রা দে। 

শুক্রবার (২৮ জুলাই) কর্ণফুলী থানায় এই জিডি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।

অভিযুক্ত সাগর দে (২২) জুলধা ২ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এলাকার বাবুর বাড়ির সুপন দে,র পুত্র।

জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভিকটিম সরকারি কাজে জুলধা দুই নম্বর ওয়ার্ডের রবি টাওয়ার এলাকায় গেলে অভিযুক্ত সাগর দে ভিকটিমকে ইভটিজিং করার উদ্দেশ্যে অশালীন অসভ্য ভাষায় কথা বলতে থাকেন।

পরে বিষয়টি অভিযুক্তের পরিবারে নালিশ দিলে অভিযুক্ত সাগর আবার ক্ষিপ্ত হয়ে একই দিন রাত ৮টার দিকে ডাঙ্গারচর জহুর আলী শাহ মাজারের সামনে ভিকটিমকে দেখলে প্রথমে ধাক্কা দেয়। এবং জুতা হাতে নিয়ে মারতে যান। তখন এলাকার লোকজন এগিয়ে আসলে ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সাগর।

জিডির তদন্তে থাকা শাহমিরপুর পুলিশ ফাঁড়ির আইসি অমিতাভ দত্ত জানান, জীবনের নিরাপত্তা চেয়ে মহিলা মেম্বার শিপ্রা দে জিডি করেছেন। জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(জেজে/এসপি/জুলাই ২৮, ২০২৩)