জে.জাহেদ, চট্টগ্রাম : ভোট গ্রহণ চলছে চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচন। নির্বাচনে তেমনটা উত্তাপ না থাকলেও বরাবরের মত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

রবিবার (৩০ জুলাই) নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বাচ্চু বলেন, ভোটারদের লম্বা লাইনেই বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো।

বিগত নির্বাচনগুলোর মত এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, আমি কখনোই শঙ্কা প্রকাশ করি নাই, আমি মনে করছি- শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

এসময় কেন্দ্রে ভোটার আনতে তার দল অতীতের মত এ নির্বাচনেও কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।

ভোটারদের মধ্যে তেমন আগ্রহ না থাকায় প্রথম থেকে কেন্দ্রে ভোটার ফেরানোর চ্যালেঞ্জ ছিল প্রার্থীদের।

(জেজে/এসপি/জুলাই ৩০, ২০২৩)