দিলীপ চন্দ, ফরিদপুর : ক্ষুদে মেধাবী শিশু শিক্ষার্থীদের প্রাণের সংকল্প মিশ্রন ছড়া, কবিতা, গল্প ও আঁকা ছবিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ পেয়েছে সাহিত্য ম্যাগাজিন “কিশলয়”। 

আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুর সদরের কানাইপুরে কিশলয় বিদ্যা নিকেতনে এই সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন এই কাজের আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানটির সহ-প্রধান শিক্ষক দুর্গা রানী দত্ত।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি লেখক পিযূষ শিকদার, শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও আত্মদান নিয়ে আলোচনা করেন সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার। বিদ্যালয়ের অভিভাবক সদস্য সঞ্জিব মজুমদার, শিক্ষক আবুল কালাম আজাদ, গীতা রায়, সুমনা সুলতানা, অখিল দাসসহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ৫০০ শত শিক্ষার্থীর মধ্যে এই সাহিত্য ম্যাগাজিন তুলে দেন স্ব স্ব শাখার শিক্ষকরা।

আলোচক বৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আর চেতনাকে অঙ্কুর অবস্থায় চর্চা শুরু করাতে পারলে পরবর্তীতে কেউ আর তাদেরকে ভ্রান্ত শেখাতে পারে না। সকল শিশুকে দেশাত্ববোধ আর একে অপরের প্রতি ভালবাসা শেখালে সেই শিশুর মধ্যে হিংসা ও দেশ দ্রোহিতা তৈরি হয় না।

(ডিসি/এসপি/জুলাই ৩১, ২০২৩)