স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরিব অসহায় মানুষের মাঝে সরকারি ঢেউ টিন ও চেক বিতরণ  করেছেন বীরমুক্তিযোদ্ধাজননেতা আব্দুল হাই এমপি।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গরীব অসহায় মানুষের মাঝে তিন হাজার টাকার চেক ও একবান করে ঢেউ টিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন ও সাধারণ সম্পাদক বাবু সহ পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

(একে/এএস/আগস্ট ০২, ২০২৩)