কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৭) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের আহমেদ শেখের ছেলে। গত বুধবার থেকে মিজান শেখ নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের পিছনের একটি মেহগনি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িসহ কোথাও খুঁজে পাচ্ছিলেন না তাকে। তিনি ব্যক্তি জীবনে দুই বিয়ে করেছিলেন। তবে তার কোন সন্তানাদি ছিলো না। এমনকি দুই স্ত্রীর সাথেও কোন সম্পর্ক ছিল না। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি মেহগনি বাগানে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ি ইনচার্জ আজাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানের মৃতদেহ উদ্ধার করে। তবে মরদেহের শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো বলে পুলিশ জানায়।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো পাওয়া গেছে। ফাঁড়ি থেকে থানায় লাশটি নিয়ে যাওয়া হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, লাশ উদ্ধারের পর পুলিশ নিহতের বাড়িতে গিয়েছিল। তার স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি বুধবার বিকেল থেকে সে নিখোঁজ ছিলো। তবে নিখোঁজের ব্যাপারে আগে কেউই থানায় লিখিত বা মৌখিকভাবে কিছুই জানাঃনি। মনে হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(কেএইচএফ/এএস/আগস্ট ০৫, ২০২৩)