নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ফারজানা আক্তার পিয়া(২২) নামে ইপিজেড এর এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নগর কয়েন-মশিন্দা গ্রামীন সড়কের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পিয়া উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সে স্বামী পরিত্যক্তা ও এক বছর বয়সী এক শিশুকন্যার মা। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মনির হোসেন বুলবুল নামের এক ভ্যান চালককে আটক করেছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, পাবনার ঈশ্বরদীর ইপিজেড-এ কাজ শেষে পিয়া বাসযোগে কয়েন বাজারে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মশিন্দা বটতলা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্র্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে সড়কের পাশে ক্ষেতের আইলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর পিয়া মেরিগাছা গ্রামে তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কি কারণে এই হত্যাকান্ড তা জানতে পুলিশ প্রয়োজনীয় কাজ শুরু করেছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এডিকে/এসপি/আগস্ট ০৫, ২০২৩)