রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী হতে নিজে আবেদন করে অন্যত্র বদলি নিলেন উপজেলা শিক্ষা অফিসার বাঘিনী কন্যাখ্যাত নাজমা খাতুন।  

বদলি নিয়ে চলে যাওয়ায় আবারো পলাশবাড়ী উপজেলাবাসী একজন সৎ ও নিষ্ঠাবান সাহসী সরকারি কর্মকর্তাকে হারালো। আগামী দিনগুলোতে তিনি যেখানেই যাবেন সেখানেই দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের সচেতন গণমাধ্যমকর্মীরা ও শিক্ষকগণ তার সাফল্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেছেন।

বাঘিনীকন্যা নাজমা বেগম দায়িত্ব পালন কালে উপজেলা জুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এসেছিলো, শুরু হয়েছিলো জবাবদিহিতা। কমতে শুরু করেছিলো অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। আর এতে জ্বালা শুরু হয়েছিলো উপজেলার দুর্নীতি পরায়ণ হাতে গনা কজন প্রধান শিক্ষক,সহকারি শিক্ষা অফিসার ও এবং কথিত শিক্ষক সমিতির তদবীরবাজদের।

উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুনের কঠোর অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলো উপজেলা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত একটি বিশেষ চক্র। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ্ মারে কে, মারে আল্লাহ্ রাখে কে" সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ্ রাব্বুল আলামিন নিজে রক্ষা করেন তা আবারো প্রমাণ হলো।

উল্লেখ্য, পলাশবাড়ী হতে বদলি নিয়ে নাজমা খাতুন পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন।

(আর/এসপি/আগস্ট ০৭, ২০২৩)