রবিউল ইসলামম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ইউআরডিও) মো. হাসানুজ্জামান পেলেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩।

প্রশাসনিক কর্মকর্তার কর্মদক্ষতা, দায়িত্ব-কর্তব্যবোধ, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক প্রদান শুরু হয়। সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদক লাভ করেন।

গত ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনদ, সোয়াভরি ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক, বঙ্গবন্ধুর আত্মজীবনী বই সমূহ ও ক্রেস্ট হাতে তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসানুজ্জামান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামনাথপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। স্থানীয় শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অব.) আব্দুল হান্নান পরিবারের ২ ছেলে ৩ মেয়ে সন্তানের মধ্যে হাসানুজ্জামান চতুর্থ। তিনি শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মেধার সহিত ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে বিএসএস (অনার্স) অর্থনীতি এবং ঢাকা কলেজ থেকে এমএসএস শেষ করেন।ব্যক্তিগত জীবনে সদা হাস্যোজ্জ্বল, নম্র-ভদ্র, সদালাপী, শান্ত ও আন্তরিক স্বভাবের কর্তব্যপরায়ণ হাসানুজ্জামান একজন সংস্কৃতি মনা ব্যক্তিত্ব। নিজস্ব উদ্যোগ বন্ধু-বান্ধবের অনুপ্রেরণায় শঠিবাড়ীতে 'চাঁদেরহাট' নামক একটি পাঠাগার গড়ে তুলেন। তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতির দাযীত্বপালন করছেন।

দাম্পত্য জীবনে এক মেয়ে সন্তানের জনক মানবিক ব্যক্তিত্ব হাসানুজ্জামান চাকুরী জীবনের শুরুতে ২০১১ সালের ২০ জুলাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রংপুরের বদরগঞ্জ উপজেলা কার্যালয়ে সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইউএআরডিও) হিসেবে যোগদান করেন।পরবর্তী দ্বিতীয় কর্মস্থল রংপুর জেলা সদর।এ স্থান থেকে পদোন্নতিপেয়ে তৃতীয় কর্মস্থল বগুড়ার সোনাতলায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পদে যোগদান করেন। ২০২০ সালের ২৩ জানুয়ারি পলাশবাড়ীর কর্মস্থলে
তাঁর স্ব-পদে যোগদান করেন। সাড়ে তিন বছর তিনি এ কর্মস্থলে বরাদ্দ প্রাপ্ত সরকারি বিভিন্ন প্রকল্প কর্মসূচি সমূহ যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ, সততা ও নিষ্ঠার সহিত শতভাগ বাস্তবায়নের আপ্রান চেষ্টা করেছেন। তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই একের পর এক বেকার যুব নারী, স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল পরিবারের মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই, এমব্রয়ডারি ব্যাগ তৈরির প্রশিক্ষন দেন। পরবর্তীতে নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নকশী পল্লী, এব্রয়ডারী পল্লী, বিভিন্ন ব্যাগ পল্লী গড়ে তুলতে উৎসাহিত করেন। এতে এলাকার ওইসব বেকার যুব নারী ঘরে বসেই আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হচ্ছেন।

পলাশবাড়ী থেকে এই প্রথম হাসানুজ্জামান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানসহ প্রশাসনের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ঊষ্ণ অভিনন্দন ও শুভকামনাসহ আগামীর কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন।

(আর/এসপি/আগস্ট ০৮, ২০২৩)