সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ যুগে যুগে নারীদের প্রেরণা হয়ে থাকবেন। তিনি এক মহিয়সী নারী। যিনি তাঁর জীবদ্দশায় বাঙ্গালীর প্রতিটি আন্দোলন সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছাঁয়া সঙ্গী হিসাবে কাজ করছেন। তাঁর প্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ দলের নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে গেছেন। তিনি বলেন বাঙ্গালী জাতির নারী সমাজকে এগিয়ে নেওয়ার পথে তার আদর্শ অনুস্বরণীয় হতে পারে।

বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে বাংলাদেশ “সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জাল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা, ওসি মো: আলী হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা আওয়ামীলীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার।

(এসবি/এসপি/আগস্ট ০৮, ২০২৩)