স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোনো সফলতার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। এছাড়া ৭ নভেম্বর উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সময়মতো একটি নির্বাচন হবে। এর অর্থ তিনি আমাদের দাবি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন। মানুষ একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়।’

এই সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে বিএনপির নেতা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন।

সময়মত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যে প্রকারন্তরে বিএনপি'র দাবিই মেনে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মৃত্যুতে শোক না জানানোয় বিএনপিকে অকৃতজ্ঞ বলেছেন তাঁর চতুর্থ ছেলে আবদুল্লাহিল আমান আযমী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এমন ক্ষোভপ্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আযমী গোলাম আযমের ছেলে। তিনি জামায়াতের সদস্য কি না, তা আমাদের জানা নেই। জামায়াত হচ্ছে বিএনপির আন্দোলনের শরিক। এখন পর্যন্ত জামায়াত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আযমীর বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। এ ব্যাপারে মন্তব্য করতে বিএনপি প্রস্তুত নয়।

(ওএস/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)