স্টাফ রিপোর্টার : আলোচনার মাধ্যমে নির্বাচন ও পদত্যাগের তারিখ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকতে পারবেন না। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যে ধরনের কর্মসূচি দিলে সরকার অতিষ্ট হবে সেই কর্মসূচি নিয়ে বিএনপি এখনও মাঠে নামেনি। তবে খুব শিগগিরই বিএনপি সরকারকে অতিষ্ট করার কর্মসূচি ঘোষণা করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হয় তারা প্রকৃতপক্ষে সুস্থ ও শান্তিতে নেই।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, মানববন্ধন থেকে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার প্রমাণ করেছে তারা মানববন্ধন কর্মসূচিকে ভয় পায়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)