বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পরিকল্পনামন্ত্রী এম এ  মান্নান এমপি বলেছেন, ‘আগামিতে আবারও ক্ষমতায় আসতে পারলে, আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে 'পাবলিক বিশ্ববিদ্যালয়' স্থাপন করবে। সে লক্ষে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছি। সেই মোতাবেক ব্রাহ্মণবাড়িয়াতেও আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবো।

তিনি ব্রাহ্মণবাড়িয়াকে শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি উল্লেখ করে বলেন, 'অগ্রাধিকারের ভিত্তিতে যেন ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, সেজন্য প্রয়োজনে আমি নিজে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।'

মন্ত্রী আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুরে স্থানীয় ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও মেধা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে 'প্রধান অতিথি'র বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।

পরিকল্পনামন্ত্রী সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বর্ণনা তুলে ধরে আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একটি সেকুলার অসাম্প্রদায়িক বাংলাদশে গড়ে তোলার লক্ষে দেশ এখন ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে দেশের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি গড় আয়ু এখন ৭৪ বছর হয়েছে।

তিনি বলেন, মানুষের দোষ ও গুণ দুটোই আছে। সেক্ষেত্রে শেখ হাসিনারও দোষত্রুটি থাকতে পারে। তবে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার পরীক্ষা নেয়া হলে, সেই পরীক্ষায় শেখ হাসিনা 'গোল্ডেন এ প্লাস' পাবেন। মন্ত্রী নয়, এদেশের একজন বয়োজ্যেষ্ঠ সুনাগরিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে এ কথা জোর গলায় বলছি।

কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল মাসুম, শিক্ষার্থী নাহিদা আক্তার প্রমুখ।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৫ আগস্ট জাতিরজনক সহ নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে মন্ত্রী ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজে এসে ৮৫ লাখ টাকা ব্যায়ে কলেজ ক্যাম্পাসে নবনির্মিত 'শেখ হাসিনা একাডেমিক ভবন'র উদ্বোধন করেন।

(জিডি/এসপি/আগস্ট ০৯, ২০২৩)