স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিদেশিদের দেওয়া সার্টিফিকেট দিয়ে দেশ চালানো যায় না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লবারে সেমিনারে কক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ নিয়ে শীর্ষক আলোচনা সভায় রফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্নীতি মামলার দায় মুক্ত দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু বিএনপি চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দেওয়া হচ্ছে। সরকারর আচরণে গণতন্ত্র ভুলণ্ঠিত।

উল্লেখ্য, সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান নির্বাচিত হন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। মূলত তাদের দু’জনকে এমন ইঙ্গিত করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা কে এম রফিকুল ইসলাম রিপন।

(ওএস/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)