সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৪ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবধিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের সহাযোগীতায়  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনি ও হুমায়ু আহমেদ ও ড. জাফর ইকবাল রচিত গ্রন্থ উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এমপি। এসময় তিনি বলেন শুধু পাঠ্যপুস্তক পড়লেই প্রকৃত মানুষ হওয়া যায় না। তিনি সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের নাটক, উপন্যাস, কবিতা, ছড়া ও রম্য রচনা পড়ার আহবান জানান।

আসাদুল করিম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, কেন্দুয়া আওয়ামীলীগের সভাপতি, এডভোকেট আব্দুল কাদির ভূঞা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, ওসি মো: আলী হোসেন পিপিএম, শিক্ষক নেতা মুখলেছুর রহমান খান বাঙ্গালী।

(এসবি/এসপি/আগস্ট ১০, ২০২৩)