সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ শনিবার দুপুরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া থানার পুলিশের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দুয়া থানার ওসি মো: আলী হোসেনের সভাপতিতে মত বিনিময় সভা প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া সার্কেলেল সহকারী পুলিশ সুপার মুহম্মদ হোসাইন ফারাবি।

বাংলাদেশ পূজা উন্নয়ন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার বলেন যোকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সমাজের যাবতীয় অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা করা হবে। তিনি হিন্দু সমাজের সকল নেতৃবৃন্দকে যার যার এলাকায় সুন্দর ভাবে ধর্মীয় অনুষ্ঠানমালায় নির্বিগ্নে উদযাপন করার পরামর্শ দেন।

পূজা উদযাপন পরিষদের কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল ভদ্র কেন্দুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দুয়া উপজেলার শাখার সভাপতি ডা. অনলেশ চন্দ্র প-িত কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাবেক কমিশনার সুনিল পুদ্ধার, কাশিপুর শিতলা মন্দির কমিটির সভাপতি সমির কুমার শর্মা, পূজা উদযাপন পরিষদের যগ্ম সাধারণ সম্পাদক ভানু ভদ্র, সংগঠনিক সম্পাদক উৎপল বিশ্বাস জয়, অর্থ সম্পাদক স্বপন দেবনাথ ও উজ্জ্বল সরকার প্রমুখ।

(এসবি/এসপি/আগস্ট ১২, ২০২৩)