মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে  সুরাইয়া খাতুন (৭) নামের  এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, সুরাইয়া খাতুন পার্শ্ববর্তী ঘোপ বাঁওড়ের ঘেরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার তেলিপুকুর গ্রামের মো. রাকিব মিয়ার কন্যা। এবং আড়মাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ১৩, ২০২৩)