স্টাফ রিপোর্টার : দীর্ঘ সাত বছরের বেশি সময় পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থেকে আসামি প্রদীপ চন্দ্র সরকারকে (৩০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রদীপ চন্দ্র সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রদীপ চন্দ্র মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ২০১৬ সালে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৩)