আবু নাসের হুসাইন, সালথা : পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ফরিদপুরের নগরকান্দায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ রবিবার বিকাল ৫টায় উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৫ জন সুবিধাভোগি শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার করে টাকা অনুদান প্রদান করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ হাজেরা খনম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ আর্থিক তুলে দেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সর্দার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কেরামত, জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহম্মেদ হিমেল সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও নেতৃবৃন্দ।

(এএন/এসপি/আগস্ট ২৭, ২০২৩)