রবিউল ইসলাম, গাইবান্ধা : রেলমন্ত্রী এ্যাড.নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনে ভয় পায় এ কারনে তারা নির্বাচনে আসতে চায় না।আওয়ামী লীগ ১ দিনের সংগঠন নয় আওয়ামীলীগ জনগণের সংগঠন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন,আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।আজ মঙ্গলবার দুপুর ১২ টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর উদ্বোধনকালে এসব কথা বলেন রেলমন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন।

দীর্ঘ ১১ বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে গাইবান্ধা-দিনাজপুরগামী জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেন।দীর্ঘদিন পর ট্রেনটি পুনরায় চালু হওয়ায় আনন্দে ভাসছে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে তাদের মনে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে। বিভাগীয় শহরে যাওয়া আসা, শিক্ষাবোর্ড, অফিসের কাজসহ চিকিৎসার কাজে যাওয়া-আসায় ফিরবে এখন নতুন গতি।

গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি রেল কর্তৃপক্ষ ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ করে চলাচল বন্ধ করে দেয়। সেই থেকে ট্রেনটি চালুর দাবিতে নানা আন্দোলন করে আসছিল স্থানীয়রা। গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের প্রচেষ্টায় ট্রেনটি আবারো চালু হলো।

(আরআই/এসপি/আগস্ট ২৯, ২০২৩)