ফরিদপুর প্রতিনিধি : সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত অশোক কুমার সিকদার এর স্ত্রী গীতা রানী সিকদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

২৭ আগস্ট (রবিবার) অভিযোগে উল্লেখ্য করেন তার স্বামী গত তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেন। তার দুইজন ছেলের মধ্যে একজন নাবালক বাচ্চা সহ সেলাই মেশিন চালিয়ে কোনভাবে মানবতার জীবন যাপন করতেছেন।

সারাজমিনে গিয়ে জানা যায় অভিযোগকারী দেবর অপূর্ব কুমার শিকদার ওরফে মোঃ সোলেমান হোসেন অপু (৪৭) একই পরিবারের সদস্য । অভিযোগকারীর অনুমতি না নিয়ে জোরপূর্বক জমি দখল মাটি বিক্রয় ও পুকুর খনন করেন এতে তার ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।তাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এমনকি জোরপূর্বক তার পুত্রদয় সহ ওয়ারিশ সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন জনের কাছে জমি বন্ধক রাখছেন।বিষয়টি স্থানীয় মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি অবগত করেছেন । সঠিক ও ন্যায় বিচার প্রত্যাশা করেন এই ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত অপূর্ব কুমার শিকদার ওরফে মোঃ সোলেমান হোসেন অপু বাড়িতে বসবাস না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বল্লভদী ইউনিয়ন চেয়ারম্যান খন্দোকার সাইফুর রহমান (সাইন) বলেন, আমার কাছে আসছিল আমি একটি লিখিত অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর দিতে বলেছি এবং আইন অনুযায়ী সঠিক বিচার তিনি পায় এজন্য আমি তার পাশে আছি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক মুঠোফোনে বলেন, বিষয়টি আমার নলেজে নেই,যদি সে অভিযোগ করে থাকে তাহলে আমার ডিউটি অফিসার যেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিবি/এএস/আগস্ট ২৯, ২০২৩)