সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ওমর আলী (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দেড়টার দিকে উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের ছাতারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। এ  ঘটনায় আহত মটরসাইকেলের দুই আরোহীর একজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওমর আলী ব্যাটারিচালিত ভ্যানযোগে কালিগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছাতারবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওমর আলী মারা যান ও মোটর সাইকেলের দুই আরোহী লিটন ও বদু গুরুতর আহত হয়। আহত লিটন সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার আনছার এবং বদু মৃত সামাদের ছেলে বলে জানা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। পরে লিটনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মটরসাইকেলটি আলামত হিসেবে কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীরা নেশাগ্রস্ত ছিল অভিযোগ করে এলাকাবাসীরা জানায়, তাদের কাছে চোলাই মদের একটি বোতল পাওয়া গেছে।

(এমএআর/এটিআর/নভেম্বর ০২, ২০১৪)