নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুরে নওগাঁয় আটক মহিলা পকেটমার আছমা বেগম (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার হোসেন এই রায় প্রদান করেন।

জানা গেছে বেলা ১১টার দিকে শহরের চকমুক্তার মহল্লার জনৈক হোসেন আলীর স্ত্রী আছমা বেগম শহরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা আদমদীঘির উৎরাইল গ্রামের জনৈক দুলুর স্ত্রী বুলি বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ২২০ টাকা মেরে দেয়। এসময় তার পাশের অপর রোগীর ব্যাগে হাত দিলে তিনি হাতে-নাতে ধরে ফেলেন। এসময় বুলি বেগম টাকা না পেয়ে হৈ-হুল্লোড় শুরু করেন। স্থানীয় মহিলারা ধৃত আছমার দেহ তল্লাশী করলে তার টাকা উদ্ধার হয়। খবর পেয়ে সদর থানার এসআই জাহিদুল ইসলাম খোন্দকার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার দেখিয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করেন।

(বিএম/এটিআর/অক্টোবর ০২, ২০১৪)